রানা রিসোর্ট এন্ড অ্যমিউজমেন্ট পার্কের কর্ণধর ওয়েস্টার্ন গ্রুপের চেয়ারম্যান এ এস এম আলাউদ্দিন ভূঁইয়াকে সম্মাননা স্বারক প্রধান করেছে খুলনার অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান বিসমিল্লাহ প্রোপার্টিজ। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬ টায় নগরীর সোনাডাঙ্গায় বিসমিল্লাহ প্রোপার্টিজের অফিসে তার হাতে সম্মাননা স্বারক তুলে দেন বিসমিল্লাহ প্রোপার্টিজের ব্যবস্হাপনা পরিচালক মোঃসাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ প্রোপার্টিজের উপদেষ্টা খুলনা প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, বিসমিল্লাহ প্রোপার্টিজের চিপ এডমিন মোঃ মন্জুরুল ইসলাম , ম্যানেজার পার্থ দেবনাথ. সিনিয়র একাউন্টস অফিসার মো সিরাজুল ইসলাম ,একাউন্টস অফিসার মোঃ ওমর ফারুক ,লিগাল এন্ড সেলস সেলস অফিসার মোঃ আক্তার আলি,সেলস এক্সিকিউটিভমোঃ রফিকুল ইসলাম,মোঃ আবদুল্লাহসৃজন রায়,মো: জাকারিয়া, নিশিত মিস্তি,মোঃ রানা হাওলাদার ,মোঃ খালিদ হাসান, মোঃ মনির, মোঃ ইব্রাহিম, অ্যাসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মোঃ মুরসালিন শেখ, টেকনিক্যাল অফিসার হাফেজ মোঃ জসিম শেখ।
